পাইকগাছায় ইবতেদায়ী মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মুজিব বর্ষ উপলক্ষে রাড়–লী আল্-হেরা স্বতন্ত্র ইবতেদায়ী হিফ্য মাদরাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদরাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, ডাঃ এসএম মহিববুল্লাহ, প্রধান শিক্ষক মাহবুবা উন্মে নুরজাহান, শেখ তফিল উদ্দীন, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ আঃ সামাদ গাজী, আলহাজ্ব ডাঃ শামছুর রহমান গাজী, সাধারণ সম্পাদক মোঃ ময়েজ উদ্দীন গাজী, অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব শেখ তফিল উদ্দীন, সরদার কামাল উদ্দীন, এসএম শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, শিক্ষক হাবিবুর রহমান, কামাল হোসেন, সালমা খাতুন, ফারুক হোসাইন, আউয়াল মোড়ল, হালিমা বেগম ও শহিদুল ইসলাম। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।