September 17, 2024
আঞ্চলিক

পাইকগাছার লতা ইউপি’র উপ-নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার লতা ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বুধবার পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেবী রানী বিশ্বাস মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উলে­খ্য, ২০১৮ সালের ২০ অক্টোবর লতা ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস পরলোকগমন করে। তিনি অত্র ইউনিয়নে ৩ বার ইউপি চেয়ারম্যান ও ২ বার ইউপি সদস্য ছিলেন। এছাড়া মৃত্যুর পূর্ব মুুহূর্ত পর্যন্ত ৪৭ বছর লতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুর কারণে নির্বাচন কমিশন গত ২৩ জানুয়ারী লতা ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করে। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩১ জানুয়ারী, যাচাই-বাছাই ৩ ফেব্র“য়ারী, প্রত্যাহার ১০ ফেব্র“য়ারী ও ২৮ ফেব্র“য়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণারপর অত্র ইউনিয়নের ৯জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করলে যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়াত ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের স্ত্রী ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেবী রানী বিশ্বাসকে দলীয় মনোনয়ন প্রদান করে।
এদিকে বুধবার পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, সনজিত সরকার, সমীর কুমার, হারুনার রশীদ মোড়ল, চিত্তরঞ্জন মন্ডল, দেবী রানী বিশ্বাস ও তপন সরদার। মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেবী রানী বিশ্বাস বুধবার বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশের নিকট মনোনয়ন পত্র জমা দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *