September 13, 2024
জাতীয়লেটেস্ট

পদ্মা সেতুর অগ্রগতি ৭০ শতাংশ : সেতুমন্ত্রী

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পদ্মা সেতুর অগ্রগতি ৭০ শতাংশ হয়েছে। এ নিয়ে আমি সন্তুষ্ট।’ গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সেতুর ১৪তম স্প্যান বসানোর কাজ চলছে। আবহাওয়া অনুকূলে আসলেই তা বসানো হবে। এখন কোনও বাধা নেই, এক সময় মাটির স্তর নিয়ে অনিশ্চয়তায় ছিলাম, এখন তা কেটে গেছে।

এ সময় আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করে কমিটি গঠন করা হয়েছে। তারা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেছে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে হলে অর্থমন্ত্রীর সহযোগিতার প্রয়োজন রয়েছে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *