পথের বাজারে রেলে কেটে যুবকের রহস্যজনক মৃত্যু
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার রেল ক্রসিং এর পাশ্বে রেলে কেটে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা রেল লাইনে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পথের বাজার পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই সুমঙ্গল দাস জানান, রেলে কাটা পড়া যুবক মশিয়ালি পূর্ব পাড়া এলাকার বেলায়েত হোসেন তালুকদারের পুত্র শওকত আলি (১৯) মশিয়ালিতে তার চাচা হেমায়েত তালুকদারের বাসায় থাকতো। তার গ্রামের বাড়ি রায়েন্দাবাজার শরণখোলা বাগেরহাট, খুলনা জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। এলাকাবাসীর ধারণা তাকে রাতে যে কোন সময় কে বা কাহারা হত্যা করে রেল লাইনের উপর উপুড় করে রেখে যায়। এলাকাবাসী আরোও জানায় ট্রেনে কাটলে এভাবে কাটা পড়ে না।