পটুয়াখালীতে শিশু হত্যার দায়ে বাবার যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
পটুয়াখালীতে কন্যাশিশু হত্যার দায়ে বাবা শাহদাৎ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালত। গতকাল বুধবার দুপুরে বিচারক মোঃ শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আসামি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জের বাসিন্দা শাহদাৎ হোসেন তার কন্যাশিশু মুনিয়াকে দা দিয়ে মাথায় আঘাত করে চাচাতো ভাই আবদুর রহমানদের ফাসাতে তাদের বিরুদ্ধে মামলা করেন। এদিকে আহতাবস্থায় মুনিয়াকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করলে ১২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পরে তদন্তে মূল ঘটনা বেরিয়ে আসলে কলাপাড়া থানার উপপরিদর্শক নাজমুল করিম বাদী হয়ে ৪ জুলাই কলাপাড়া থানায় শাহদাৎকে আসামি করে মামলা করেন। সেই মামলার ভিত্তিতে ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত র্দীঘ শুনানি এবং ভিকটিমের মাসহ ১৫ জনের সাক্ষী নিয়ে শাহাদাৎকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় দেয়