September 16, 2024
আঞ্চলিক

পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়, নেবুদিয়া, তেরখাদা খুলনার এসএসসি-২০১৯ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আতিয়ার রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠান সকল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নবীনদের বরণ শেষে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শেখ নুরুল ইসলাম দিশারী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশীষ কুমার বাইন। বক্তব্য শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আতিয়ার রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিদায়ী পরীক্ষার্থীদের দোয়া মানাজাত অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ৩নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দীন ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সদস্য মোল্যা বদরুল আলম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *