January 15, 2025
জাতীয়

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সদর থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, শুক্রবার রাতে ব্যারিস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বাদিয়াগছ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মানিক হোসেন (২৫) ও সাহেবিজোত গ্রামের নূর ইসলাম নূরুর ছেলে নয়ন ইসলাম (২২)।

ওসি আক্কাস বলেন, মোটরসাইকেলে করে তারা পঞ্চগড় শহরে আসছিলেন। পথে পাথরবোঝাই একটি ট্রাক তাদের পেছনে ধাক্কা দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দুইজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। প্রায় দুই ঘণ্টা চিকিৎসার পর নয়ন মারা যান। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করলেও চালক ও সহকারীকে ধরতে পারেনি।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন বেশ কিছুক্ষণ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তারা মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে লোকজন মহাসড়ক ছেড়ে চলে যান। যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *