নড়াইলে বোমা তৈরির উপকরণসহ আটক ৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
নড়াইলে আটটি বোমা ও বোমা তৈরির উপকরণসহ তিনজনকে আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। র্যাব ৬-এর খুলনা স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম বলেন, সোমবার বেলা ১০টার দিকে সদর উপজেলার চণ্ডীবরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন সদর উপজেলার চণ্ডীবরপুর গ্রামের কালিপদ সাহার ছেলে বিশ্বজিৎ সাহা (৫১), মন্টু সরকারের ছেলে কালু সরকার (৫৫) ও দুলাল বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৮)। এছাড়া রবি বিশ্বাস নামে তাদের এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব কর্মকর্তা শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর থেকে চণ্ডীবরপুর গ্রামের বিশ্বজিৎ সাহার বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকে আটটি বোমা ও বোমা তৈরির কাজে ব্যবহৃত ডিভাইস, গানপাউডার, সার্কিট, তার, ২০টি মোবাইল ফোন ও ৫০টি সিমকার্ড উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্রটি বোমা তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করে আসছিল। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।