নড়াইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য খুন
দক্ষিণাঞ্চল ডেস্ক
নড়াইল সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের শালিখা গ্রামে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান। নিহত ডাবলু শেখ (৪৮) ওই গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। তিনি ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর সেনাবাহিনীর চাকুরি থেকে অবসরে নেন।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগ্রাম ইউনিয়নের শালিখা গ্রামের বাবলুর রহমান বাবুলের সঙ্গে কামালপ্রতাপ গ্রামের এসএম মাহবুবুল আলম বিদ্যুতের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে বাবুলের ছোট ভাই ডাবলু ছোট ভাই আমিরুলের ওষুধের দোকানে বসে টিভি দেখছিল। এ সময় প্রতিপক্ষের লোকেরা তার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা ডাবলুকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, নিহতের শরীরের ধারালে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।