September 15, 2024
জাতীয়লেটেস্ট

নেত্রকোণায় মাথাছিন্ন সেই শিশুকে ‘বলাৎকারের পর’ হত্যা

দক্ষিণাঞ্চল ডেস্ক

নেত্রকোণায় শিশুর ছিন্ন মাথাসহ ধরা পড়ে পিটুনিতে নিহত সেই যুবক ওই শিশুটিকে বলাৎকারের হত্যা করেছিল বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভুইয়া নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, ঘাতক যুবক রবিন মাদকাসক্ত ছিল। সে শিশুটিকে বলাৎকার করার পর তথ্য গোপন করতে গলা কেটে হত্যার পর তিন টুকরা করে। পরে ছিন্ন মাথাটি গুমের চেষ্টা করছিল।

গত ১৮ জুলাই রবিন হাতে একটি ব্যাগ নিয়ে শহরের বারহাট্টা রোডের হরিজন পল­ীতে মদ খেতে যান। সেখানে ব্যাগ থেকে রক্ত পড়তে দেখে লোকজনের সন্দেহ হলে তারা ব্যাগ খুলে শিশুর মাথা দেখতে পায়। এ সময় রবিন মাথাটিসহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে পিছু ধাওয়া করে ধরে পিটিয়ে হত্যা করে। রবিন নেত্রকোণা শহরের কাটলি এলাকা এবং নিহত শিশু একই এলাকার এক রিকশাচালকের ছেলে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গুজব প্রতিরোধে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল­াহ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ। সভায় রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *