January 3, 2025
খেলাধুলা

নিউজিল্যান্ডে পৌঁছাল বাংলাদেশ, রয়েছে কোয়ারেন্টিনে

পাকিস্তানের বিপক্ষে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজে দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

বিসিবির মিডিয়া ম‍্যানেজার রাবীদ ইমাম সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভোর পাঁচটার দিকে অকল‍্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই হবে তাদের কোয়ারেন্টিন। ’

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে থাকার পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। চলতি বছরে দ্বিতীয়বারের মতো নিউজিল‍্যান্ড সফরে গেল বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে দেশটির বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে তারা।

পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে হারার পরপরই নিউজিল‍্যান্ডের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ। কোয়ারেন্টিন শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান একদমই ভালো নয়। তাদের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে এখনও একটি জয়ের দেখাও পায়নি টাইগাররা। অথচ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজে ধবলধোলাই হয়ে নিউজিল্যান্ড সফরে গেল তারা।

বাংলাদেশের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *