October 3, 2024
আঞ্চলিকলেটেস্ট

নারী-পুরুষ সমানভাবে কাজ করলে দেশ আরও সামনে এগিয়ে যাবে

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

 

দ. প্রতিবেদক

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল রবিবার খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে খুলনার পাবলিক হল চত্বরে আলোচনা সভা ও চার দিনব্যাপী মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

মেলা উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, সবাই মিলে কাজ করলে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ১৯৭৫ সালে নারী দিবসের কার্যক্রম শুরু করেন। নারী-পুরুষের সম অধিকার নিশ্চিত করা জরুরি। নারী-পুরুষ সমানভাবে কাজ করলে দেশ আরও সামনে এগিয়ে যাবে। তিনি বলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের নিয়োগ বেড়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলে নারীরা প্রতিনিধিত্ব করছে। নারীদের বঞ্চিত রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারী শিক্ষার উন্নয়নে সরকার উপবৃত্তি, বিনা বেতনে অধ্যয়ন, বিনামূল্যে বইবিতরণ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য ম. জাভেদ ইকবাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, প্রতœতত্ত¡ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা ও  পুলিশ টেনিং সেন্টারের কমান্ডার তাসলিমা খাতুন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  স্বাগত জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন।

চার দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলে ৫২ স্টল রয়েছে। খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী নারী সংগঠন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে মেয়রের নেতৃত্বে নিউমার্কেট থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পাবলিক হল চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

খুলনা বিশ্ববিদ্যালয় : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে থেকে ‘আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি : রিয়ালাইজিং উইমেন্স রাইটস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষের নেতৃত্বে শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে দিয়ে পুনরায় হাদী চত্বর হয়ে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায়, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলামসহ সমাজ বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কমকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে এ উপলক্ষে সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান মোঃ হাসান হাওলাদার ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান। সূচনা বক্তব্য রাখেন অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. নাসিফ আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. তুহিন রায়। এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ১৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে নারীদের বর্তমান অবস্থান ও আগামীর সম্ভাবনাকে তুলে ধরে পোস্টার প্রেজেন্টেশন করা হয় যা প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ঘুরে দেখেন।

 

কুয়েট : খুলনা প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর রোকেয়া হলের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে হল প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রভোস্ট ও বিশ^বিদ্যালয়ের একটিং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার।

 

এসময় বক্তারা বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, সর্বক্ষেত্রেই তাদের বিচরণ পুরুষদের সমানতালে এগিয়ে চলেছে। দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, রোকেয়া হলের সহকারী প্রভোস্ট আয়শা সিদ্দিকা এবং রোকেয়া হলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মানবাধিকার সাংবাদিক ফোরাম : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার খুলনায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম নগরীতে সংগঠনের ব্যানার সম্বলিত একটি বর্নাঢ্য র‌্যালী বের করে। সকাল ৯টায় নগরীর খুলনা নিউ মার্কেট চত্তর থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি নিউ মাকেটের সামনে দিয়ে আপার যশোর রোড হয়ে শিববাড়ী মোস্ত খুলনা পাবলিক হলের (জিয়া হল) সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে পাবলিক হল চত্তরের ভিতরে মানবাধিকার সাংবাদিক ফোরামের ব্যানারে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফতেমা জামিন, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম উপস্থিত হয়ে ফটো সেসনে অংশ নেন এবং বিএমএসএফ এর কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান।

এ সময় সংগঠনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী ওয়াহেদ উজ জামান বুলু, সাংবাদিক ও সংগঠনের অন্যতম সদস্য রিতা রাণী দাস, দিলীপ বর্মন, নিপা মোনালিসা, শেখ মো: সেলিম, শরিফুল ইসলাম বনি, অর্নিকা, মিতা রাণী দাস, শাহানা পারভিন শিল্পী, শম্পা সানা, সাদিয়া, ইলা, শাপলা, শিউলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসওএস শিশু পল্লী : গতকাল রবিবার এস ও এস শিশু পল্লী খুলনায় বিশ্ব নারী দিবস উদ্যাপিত হল। অনুষ্ঠানে লেডিস ক্লাব ’তেজস্বিনী’ ইন্ডিয়ান হাইকমিশন, খুলনা এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবি বেগম মাজেদা আলী, এস ও এস শিশু পল্লীর মা-শিশুরা, এস ও এস শিশু পল্লী খুলনাসহ অন্যান্য প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: শহীদুল ইসলাম, প্রকল্প পরিচালক, এস ও এস শিশু পল্লী খুলনা। নারী দিবস উপলক্ষে এস ও এস শিশু পল্লী খুলনা সমাজের নারী উন্নয়নসহ বহুমুখী সমাজ সেবামূলক কাজে অবদান রাখার জন্যে বিশিষ্ট সমাজ সেবিকা বেগম মাজেদা আলীকে সম্মাননা প্রদান করে। এস ও এস শিশু পল্লী খুলনা’র পক্ষ থেকে বেগম মাজেদা আলী এর হাতে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন এস ও এস শিশু পল্লী খুলনা’র প্রকল্প পরিচালক মো: শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান পরিবেশন করে এস ও এস শিশু পল্লী খুলনার ছেলে-মেয়েরা।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *