April 15, 2024
জাতীয়

নারী দিবস উপলক্ষে আইইউবিতে সেমিনার

দক্ষিণাঞ্চল ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি)- ‘উন্নয়নের জন্য ভারসাম্য’ শীর্ষকে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্সেস সেমিনারটির আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা, নারী অধিকারকর্মী ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির।
নারীর প্রতি বৈষম্যের বেশকিছু উদাহারণ তুলে ধর তিনি বলেন, নারীর প্রতি সমাজে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরে নানা অজুহাত চলে আসছে। শ্রেণি ও অঞ্চলভেদে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণও ভিন্ন হয়।
“এসব বাধা দূর করতে হলে সংবিধানে দেয়া নারীর অধিকার নিশ্চিত করা জরুরি।”
অনুষ্ঠানে আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান বলেন, “নারীকে নিয়ে গর্ব করার মত অনেক অর্জন বাংলাদেশের রয়েছে। তবে শিক্ষা ক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের প্রতিনিধিত্ব সমান হলেও বিশ্ববিদ্যালয়ে এসে তা অনেকটাই কমে আসে।”
এক্ষেত্রে পারিবারিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি ।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্সেসের ডিন মাহবুব আলম।
অনুষ্ঠানে উপউপাচার্য অধ্যাপক মিলান পাগন, বিভিন্ন স্কুলের ডিন, সিনিয়র শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *