April 25, 2024
জাতীয়

নারায়ণগঞ্জ প্রাইভেটকার খাদে, যুবলীগ নেতাসহ নিহত ৪

দক্ষিণাঞ্চল ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবলীগ নেতাসহ চারজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন একজন। গতকাল রোববার ভোরে উপজেলার বস্তুল এলাকার ঢাকা-বাইপাস সড়কের মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানান।
নিহতরা হলেন- আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকার কজেম আলীর ছেলে এবং ব্রাহ্মনদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল­াহ মোক্তার (৫০), একই এলাকার জোহর আলীর ছেলে গাড়ির চালক রাজু (৩০), বাঘানগর এলাকার মিজানুল রহমানরে ছেলে যুবলীগ কর্মী মোমেন, (৩৫) এবং বড় ফাউসা এলাকার ইনু বাবুর্চীর ছেলে রিপন (৩২) । আহত প্রাইভেট কারের মালিক রবিন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব মোল­ার মেয়ের জামাই বলে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল­াহ আল মামুন বলেন, প্রাইভেট কারটি ঢাকা থেকে সোনারগাঁ হয়ে আড়াইহাজার যাচ্ছিল। পথে ঢাকা বাইপাস সড়কে ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের পানিতে পড়ে যায়।
খবর পেয়ে সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির ভেতরে আটকে থাকা চারজনের লাশ উদ্ধার করে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, প্রতিটি মৃতদেহের পেট ফুলে গেছে। গাড়িটি পানির মধ্যে পড়ে যাওয়ায় পানি পেটে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে। লাশের সুরতাহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনরা নিয়ে গেছে বলে পুলিশ সুপার জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *