নানা বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিশু
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
নানা বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ী ফিরলো মোসাঃ নুসরাত খাতুন নামের সাড়ে ৪বছরের এক শিশুকন্যা। হৃদয় বিদারক ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় ঘটেছে। জানা গেছে, ফকিরহাটের মৌভোগ পশ্চিমপাড়া এলাকার মোঃ মাহবুব শিকদারের শিশুকন্যা নুসরাত খাতুন পার্শ্ববর্তী রূপসার আলাইপুর তার নানা বাড়ীতে বেড়াতে যায়। ঘটনার দিন সন্ধ্যায় নানা বাড়ী থেকে পার্শ্ববর্তী খালা বাড়ীতে যাওয়ার পথে একটি খালের উপর বাশের সাঁকো পার হওয়ার সময় আকস্মিক পা পিছলে নিচে পানিতে পড়ে যায়। স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় এরাকায় শোকের ছায়া নেমে এসেছে।