নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে শিশুসহ ১০ জন নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক : নাইজেরিয়ার লাগোস শহরের ইটা ফাজি আইল্যান্ডে একটি স্কুল ভবন ধসে পড়ে শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থ ীসহ অনেকে এখনো ধ্বংসস্তুপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার (১৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
চার তলা বিশিষ্ট ভবনের উপরের তলায় অবস্থিত স্কুলটিতে ১০০ জনেরও বেশি ছাত্র ছিল বলে সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে উদ্ধারকারী কর্মকর্তারা।
তারা জানান, প্রায় ৪০ জন শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি শিক্ষার্থীদের উদ্ধারের জন্য অভিযান চলছে।