September 18, 2024
আঞ্চলিক

নলতা শরীফে পীর আম্মার ৫২তম কুলখানি মঙ্গলবার

 

নলতা, কালিগঞ্জ প্রতিনিধি

বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফি-সাধক, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর সহধর্মীনি, পীর আম্মা মোছা: ফয়জুন নেছা এর ৫২ তম বার্ষিক কুলখানি ২৮ ফাল্গুন ১৪২৫, ১২ মার্চ ২০১৯, ০৪ রজব ১৪৪০ মঙ্গলবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে পীর আম্মার মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায়, পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দীন আহমদ’র বিশেষ তত্ত¡াবধানে এবং আহছানিয়া মহিলা মিশনের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকী ও খায়রিয়াত হাছিল করার জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠান সূচীর মধ্যে আছে- মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটে পীর আম্মার মাজার শরীফে চাদর পেশ, ৭ টায় খতমে কোরআন, ৮ টায় মিলাদ শরীফ ও মোনাজাত। সকাল ৮.৩৫ মিনিট থেকে ৯ টা পর্যন্ত নাস্তার বিরতি। সকাল ৯.৩০ মিনিটে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর পাক রওজা শরীফে আলোচনা সভা ও মিলাদ শরীফ এবং দুপুর ১ টায় তাবারুক বিতরণ।

 

এদিকে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌ: আনছার উদ্দীন আহমদ এর বিশেষ তত্ত¡াবধানে আগামী ১৩ মার্চ ২০১৯ বুধবার বাদ মাগরীব হতে নলতা শরীফ শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে খাজায়ে খাজেগান সুলতানুল হিন্দ গরীব নেওয়াজ হজরত খাজা মঈনউদ্দীন চিশতী (র.) বা খাজা বাবার ওরছ শরীফ। উক্ত অনুষ্ঠানে স্ববান্ধবে উপস্থিত হওয়ার জন্য কর্তৃপক্ষ পীর কেবলার ভক্তবৃন্দ তথা ধর্মপ্রাণ মুছল্লিদের আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *