October 7, 2024
আঞ্চলিক

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত

খবর বিজ্ঞপ্তি

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশ গ্রহণে এক আনন্দ শোভাযাত্রা বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে একাডেমিক ভবনে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুভ লগ্নে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক।

এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, প্রক্টর, সহকারি প্রক্টর, অতিরিক্ত পরিচালক জনাব রবীন্দ্রনাথ দত্ত, সহকারি রেজিস্ট্রার কাজী মোঃ আহসানুল্লাহসহ বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সুচনালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ বিদ্যাপিঠের শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।  আনন্দ শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভবনদ্বয়ে বর্ণিল আলোজসজ্জার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় ২০১২ সালে প্রতিষ্ঠিত খুলনায় প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ২০১৩ সালের স্প্রিং সেমিস্টারে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদে ১৪টি প্রোগ্রাম রয়েছে। উচ্চ শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *