নগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ২৫ জুলাই ‘খুলনা বিভাগীয় মহাসমাবেশ’ সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর শাখার প্রস্তুতি সভা অদ্য বিকাল ৫টায় স্থানীয় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি জনাব নজরুল ইসলাম মঞ্জু (সাবেক এমপি)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কেএম মাহবুবুল আলম, মোঃ জাকির হোসেন, সাইফুল ইসলাম মল্লিক, ওহিদুজ্জামান হাওলাদার, শাহাবুদ্দিন আহমেদ, ইউছুফ মোল্যা, মুন্তাসির আল-মামুন, এ্যাডঃ ওমর ফারুক বনি, ইকবাল হোসেন, খায়রুল বাশার, আল-আমিন হোসেন, মহিদুল ইসলাম, আবুল খায়ের সিকদার, মনিরুজ্জামান মিন্টু, মোঃ নাসিম হোসেন, সোহরাব হোসেন, বেলাল শাহ মোত্তালেব হোসেন, আবুল কালাম, মিজান সরদার, এমএম শফি, মইনুজ্জামান মিয়া, ইফতেখারুল মেহেদী, মফিজুল ইসলাম প্রমূখ।