নগর ডিবি’র অভিযানে ৭০ পিস ইয়াবাসহ আটক ২
দ. প্রতিবেদক
নগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সোনাডাঙ্গা থানাধীন নিউমার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন নিউমার্কেটের ১ নং গেইটস্থ যাত্রী ছাউনির পিছন থেকে শেখ শাহাজাদা হোসেন @ লিটন (৩১), ও মোঃ আল-আমিন তালুকদার (২৯) কে ৭০ পিসইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।