October 8, 2024
আঞ্চলিক

নগরীর ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা মহানগরীর ময়ূর নদীসহ সংযুক্ত ২২টি খালের সকল অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক এর কার্যালয়ে জেলা প্রশাসক মোহম্মদ হেলাল হোসেন এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ জামান, সহ-সভাপতি মো: নিজামউর রহমান লালু, অধ্যাপক মো: আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: মনিরুজ্জামান রহিম, মো: মিজানুর রহমান বাবু, মো: আফজাল হোসেন রাজু, মো: মিজানুর রহমান জিয়া, রসু আক্তার, মো: রকিব উদ্দিন ফারাজী, মো: খলিলুর রহমান, এস এস ইকবাল হোসেন বিপ্লব, সামসুল কাদের মজনু, নুরুজ্জামান খান বাচ্চু, আলহাজ্ব হোসাইন মো: ইউছা ওয়ায়েজ আর রাফি নাজু, মো: হাফিজুর রহমান চৌধুরী, এস এম দেলোয়ার হোসেন, বিশ্বাস জাফর আহমেদ, পঙ্গু মুক্তিযোদ্ধা মো: ইদ্রিস আলী খান, অধ্যাপক মো: আজম খান, মো: শফিকুর রহমান, আবেদা সুলতানা হানি, কাজী সোয়েনা (রুশমী), মো: মোস্তাফিজুর রহমান টিংকু, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, মো: আব্দুল হাকিম, মো: আবুল হোসেন, কাজী মিরাজ হোসেন প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *