নগরীর ফুটপাথ দখলমুক্ত করতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
দ: প্রতিবেদক
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীতে ফুটপাত দখলমুক্ত উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। এ সময় একজন দখলদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ।
অভিযানে অংশ নেয়া কেসিসির এষ্টেট শাখার ইমতিয়াজ হোসেন জানান, তারা কেডি ঘোষ রোড, আদালত চত্বর, সাউথ সেন্ট্রল রোড, টুটপাড়া কবরস্থান রোড, রয়্যালের মোড়, দোলখোলা মোড়, কেডিএ এভিনিউ, মজিদ স্মরণী, গল্লামারিসহ আশপাশ এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে অংশ নেন কেসিসির এষ্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, আনারুল ইসলাম, জাহিদ। অভিযানে সহযোগিতা করে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টিম।