নগরীর জনগুরুত্বপূর্ন স্থানে উন্নতমানের পাবলিক টয়লেট স্থাপন করা হবে – সিটি মেয়র
দ. প্রতিবেদক
পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পৃথিবীর সকল স্থানে মানসম্মত স্যানিটেশনের ওপর জোর দেওয়া হচ্ছে। অতিশিঘ্রই খুলনা নগরীর জন-গুরুত্বপূর্ন স্থানে উন্নতমানের পাবলিক টয়লেট স্থাপন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল সোমবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন।
সিটি মেয়র আরও বলেন, এই পার্কে আসা সকলকে আইন মেনে চলতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে টয়লেট পরিচ্ছন্ন রাখার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয় , ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ইউনিলিভার বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহযোগিতায় ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্থাপনাটিতে সার্বক্ষণিক দুইজন পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত থাকবেন। টয়লেটটিতে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আলাদা বিশেষ ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে। এসময় কেসিসি কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপন, কণিকা সাহা, কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।