নগরীতে ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২
দ. প্রতিবেদক
নগরীতে অভিযান চালিয়ে ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন আলীর ক্লাব মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সোনাডাঙ্গা মডেল থানাধীন ২১/১৮ হাজী তমিজ উদ্দিন সড়কের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ আব্দুল্লাহ (২২) ও ল²ীপুরের রায়পুর এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে মাঃ আবুল খায়ের জিসান (২০)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মহানগর ডিবি পুলিশের একটি টিম বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন আলীর ক্লাব মোড়স্থ হাজী তমিজ উদ্দিন সড়ক শহিদুল ইসলামের বাড়ীর সামনে থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।