December 21, 2024
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামী শান্ত গ্রেফতার

দ: প্রতিবেদক

নগরীতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামী শান্ত বিশ্বাস (২৩) কে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। গতকাল বুধবার তাকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত এই গণধর্ষণ মামলার নয় আসামীর মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (সদর ও পিআর) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ জুন প্রেমের সম্পর্ক গড়ে পরিকল্পিতভাবে পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্তা আকুব্বর কসাইয়ের ছেলে  শান্ত বিশ্বাস সহযোগীসহ একটি বাসায় নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বোন বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জনের নাম উলে­খ করে মামলা দায়ের করেন। ধর্ষণ মামলার ৯ জন আসামীর মধ্যে মোট ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৪ জন আসামী বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারামতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকি আসামীদের দ্রুততম সময়ে গ্রেফতারকল্পে পুলিশী অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *