January 15, 2025
আঞ্চলিক

নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে কারাদণ্ড

দ: প্রতিবেদক

খুলনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্বাবধানে বুধবার খুলনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় টলুইন গাম সেবনের অপরাধে এস.এম আসজাদুল আলম হৃদয় (১৮) কে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। পূর্বেও একই অপরাধে সাজাপ্রাপ্ত হয়েছিলেন তিনি। এছাড়া নিয়মিত গাঁজা সেবনের অপরাধে রাজিউল হাসান রাজীব (২১) কে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *