September 18, 2024
আঞ্চলিক

নগরীতে ভ্রাম্যমান আদালতে ১০টি যানবাহনকে অর্থদণ্ড

 

দ: প্রতিবেদক

খুলনায় ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক এবং রেজিস্ট্রেশন, রুট পারমিট, বীমা ও ফিটনেস বিহীন ১০টি যানবাহনকে অর্থদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার নগরীর জিরো পয়েন্টে এ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান।

তিনি জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এ জনগণের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে শহরের জিরো পয়েন্টে ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক এবং রেজিস্ট্রেশন, রুট পারমিট, বীমা ও ফিটনেস বিহীন বাসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর বিভিন্ন ধারায় মোট ১০টি যানবাহনকে অর্থদন্ড করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *