নগরীতে বিউটিশিয়ান ও কনফেকশনারী প্রশিক্ষণ কোর্স শুরু
তথ্য বিবরণী
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে খুলনার জোড়াগেট সিএন্ডবি কলোনীস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিউটিশিয়ান ও কনফেকশনারী প্রশিক্ষণ কোর্স চলতি বছরে চালু হয়েছে। মহানগরীতে বসবাসকারী কর্মরত, অবসারপ্রাপ্ত সরকারি ও স্বায়ত্ত¡শাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও তাদের ওপর নিভরশীল পরিবারের মহিলা সদস্যগণ স্বল্প বেতনের ভিত্তিতে এ কোর্স অংশগ্রহণে সুযোগ পাবে। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী প্রার্থীগণ প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে। কোর্সে সমূহে অভিজ্ঞ প্রশিক্ষিকা দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসংক্রান্ত বিস্তারিত জানতে প্রশিক্ষিক ইসমাত জাহান মোবা: নম্বর ০১৯১৫৯০২৫০৫ অথবা অফিস চলাকালীন ০৪১-৭৬১৯৬৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।