নগরীতে প্রেমের ফাঁদে ফেলে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ, গ্রেফতার ৩
দ: প্রতিবেদক
খুলনায় প্রেমের ফাঁদে ফেলে স্বামী পরিত্যক্তা এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এ ঘটনায় দুইজনের নাম উলেখসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ঘটনায় ধর্ষক সৌরভ (২৯)সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সে সোনাডাঙ্গা মডেল থানার করিমনগর এলাকার এনামুল হকের ছেলে। গ্রেফতারকৃত বাকি দুজন হলেন- আবু নাসের হাসপাতালে পাশের এলাকার বাসিন্দা ইলিয়াস ও সৌরভের বন্ধু মামুন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জনান, দীর্ঘদিন স্বামী পরিত্যক্তা ওই নারীর সাথে সৌরভের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের জের ধরে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। গত ২৩ আগস্ট রাত ৯টায় করিমনগর এলাকার রওশন আরা ক্লিনিকের পিছনে ওই নারীকে পটিয়ে বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে সৌরভ ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী নারী বাদী থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার মামলা নং ৩০। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।