নগরীতে দেড় বছর ধরে মানসিক রোগী নিখোঁজ
দ: প্রতিবেদক
নগরীতে দীর্ঘদিন ধরে গুলজার (৫২) নামের একজন মানসিক রোগী নিখোঁজ রয়েছেন। গত দেড়-দু’বছর আগে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মস্তিস্কে সমস্যা থাকায় নিজের পরিচয়ও বলতে পারবেন না। তিনি নগরীর পুরাতন টেক্সটাইল মিল কলোনীর গোলাম মোস্তফার ছেলে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তার ছোট ভাই মুন্না’র সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মোবাইল নং ০১৯৪১১৫৬৭৩৯।