January 24, 2025
আঞ্চলিককরোনালেটেস্ট

নগরীতে জীবাণুনাশক ছিটালেন যুবলীগ নেতা ইয়াসির

দ. প্রতিবেদক
করোনাভাইরাসের ছোবল থেকে জনগণকে সচেতন করতে এবং পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে খুলনার তেরখাদা উপজেলায় জীবাণুনাশক স্প্রে ছিটালেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত।
আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর ১৪নং ওয়ার্ডের প্রতিটি সড়ক-মহাসড়কে ট্যাংকলরীতে করে তিনি এ স্প্রে করান। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশারেফ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী এনায়েত আলী আলো, সাধারণ সম্পাদক শাহাজান জমাদ্দার, ট্যাংকলরী ওয়ার্কার্স ইউনিয়নের মহাসচিব ফরহাদ হোসেন প্রমুখ।
এ বিষয়ে নগর যুবলীগ নেতা ইয়াসির আরাফাত বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে নিজ উদ্যোগে ওয়ার্ডের প্রতিটি অলি-গলি, সড়ক-মহাসড়কে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। আগামীতেও এ কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *