নগরীতে ঘাটের ইজারা নিয়ে হামলা, আহত ৩
দ. প্রতিবেদক
খুলনায় জেলা পরিষদের ঘাটের ইজারা নিতে দরপত্র দাখিলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সত্তার খলিফা, তার ছেলে কামরুজ্জামান খলিফা ও জেলা যুবলীগ নেতা জলিল তালুকদার আহত হয়েছেন। তাদেরকে খুলনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, খুলনা জেলা পরিষদের আওতায় নগরীর কাস্টমস ঘাট, কালিবাড়িঘাট ও দৌলতপুরসহ ৬টি ঘাটের ইজারা গ্রহণে গতকাল ছিল দরপত্র দাখিলের শেষ সময়। আহত আব্দুস সত্তার খলিফা বলেন, জেলা পরিষদের সামনে একটি পক্ষ সকাল থেকেই দরপত্র দাখিলে বাধা দেয়। তারা ওই বাধা উপক্ষো করে ঘাট ইজারা নেওয়ার জন্য দরপত্র দাখিল করলে তাদেরকে ঘিরে ধরে ব্যাপক মারধর করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।