October 12, 2024
আঞ্চলিক

নগরীতে কম্পিউটার ব্যবসায়ীদের ধর্মঘট

দ. প্রতিবেদক

আমদানিকারকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আইটি মার্কেট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে কম্পিউটার ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে অর্ধদিবস এ ধর্মঘট শুরু করেন তারা। ধর্মঘটের কারণে মহানগরীর জলিল মার্কেটের আড়াইশ কম্পিউটার দোকান বন্ধ রয়েছে। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি (কেসিবিএস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইটি ব্যবসায়ীরা এ ধর্মঘট পালন করছেন।

খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার মনিরুল ইসলাম বলেন, আমদানিকারকরা কম্পিউটারের যন্ত্রাংশ খুচরা বিক্রি করতে পারে না। কিন্তু খুলনায় কিছু কিছু আমদানিকারক নিয়ম না মেনে খুচরা যন্ত্রাংশ বিক্রি করছেন। এটা বন্ধের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অর্ধদিবস ধর্মঘট পালন করা হচ্ছে। এরপরও যদি দাবি না মানা হয় তাহলে পরবর্তীতে আরও কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি জানান, সকাল ১১টায় সভা করে ১২টা থেকে ধর্মঘট শুরু করা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *