March 26, 2025
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে আল্লাহর দলের আরও ২ সদস্য আটক

. প্রতিবেদক

খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের আলমামুন রফিকুল নামের জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব এর একটি দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বুধবার রাত ১টার দিকে মহানগরীর ফুলবাড়িগেট এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে ফুলবাড়িগেট এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনআল্লাহর দলএর সদস্যকে আটক করে। এসময় তাদের কাছে ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড   নগদ ১১০ টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে তারা সংগঠনের সঙ্গে যুক্ত।

এর আগে ২০১৯ সালের মে খুলনার পূর্ব বানিয়া খামার এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনআল্লাহর দলএর সক্রিয় সদস্য একই বছরের ডিসেম্বরের ৩০ তারিখে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন ০৪ নম্বর ওয়ার্ড খোলাবাড়িয়া এলাকা হতে একই সংগঠনের জন সক্রিয় সদস্য এবং চলতি বছরের ১২ জানুয়ারি খুলনার সদর থানাধীন রেল স্টেশন এলাকা থেকে একই সংগঠনের জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রাখে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বুধবার অভিযান চালিয়ে সদস্যকে আটক করা হয়েছে। র‌্যাব এর পক্ষ থেকে জানানো হয়, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *