নগরবাসীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ
পার্টনারশীপ কমিটির সভায় সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমরা নগরীর স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। এ জন্য নগর স্বাস্থ্যকেন্দ্রসমূহের কার্যক্রম আরো জোরদার করা হবে। তিনি নগরবাসীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে কেসিসি কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন।
সিটি মেয়র গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট (২য় পর্যায়)’-এর পার্টনারশীপ কমিটির সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। প্রকল্পের স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ সভা আহবান করা হয়। সম্মিলিতভাবে স্বাস্থ্যসেবা নগরবাসীর দোর গোড়ায় পৌছে দিতে হবে বলে সিটি মেয়র স্বাস্থ্যসেবায় নিয়োজিত সংস্থার উপস্থিত প্রতিনিধিদের প্রতি আহবান জানান।
বিএমএ-খুলনার সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. পার্থ ঘোষ, স্বেচ্ছাসেবী সংস্থা সিএসএস-এর পরিচালক (স্বাস্থ্য) সাজ্জাদুর রহিম পান্থ, এ্যাডামস-এর ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর আশিক মাহমুদ, বাপসা’র এক্সিকিউটিভ ডাইরেক্টর আলতাফ হোসেন ও ডাইরেক্টর মো: হেদায়েত উল্লাহ ভ‚ইয়া, সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার (এমআইএসও) মো: মোয়াজ্জেম হোসেন প্রমুখ সভায় বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ এবং প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।
উল্লেখ্য, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট (২য় পর্যায়)-এর মাধ্যমে খুলনা মহানগরীর প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণ, প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণসহ স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর হোটেল টাইগার গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘ইন্টারনেট মেলা’র উদ্বোধন করেন। খুলনা ইন্টারনেট ব্যবসায়ী সমিতি ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করে। সমিতির সভাপতি মো: জুবায়ের ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদ-খুলনার চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আইএসপি এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মো: আমিনুল হাকিম ও বাংলাদেশ কম্পিউটার সমিতি-খুলনার সভাপতি মো: নাজমুল আহসান রনি।