September 15, 2024
আঞ্চলিক

ধর্ম নিরপেক্ষ অসা¤প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা সফলতা আজও পায়নি

 

জাহানারা ইমামের স্মরণ সভায় বক্তারা

 

 

শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুর ১২টায় বিএমএ ভবনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা: শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটি সম্পাদকমন্ডলী সদস্য মফিদুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী শাহিন জামান পন, সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক জাহাঙ্গীর আলম, এস এম সোহরাব হোসেন, কনসেন্সে এর নির্বাহী পরিচালক সেলিম বুলবুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমামের স্মৃতি ধরে রাখতে হলে পাঠ্যপুস্তকে জাহানারা ইমামের সংগ্রামের ইতিহাস তুলে ধরতে হবে। ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৭৫ সালের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার বিকল্প নেই।

সভায় বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে জাগরিত করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে বিচারমুখিনতার সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যায়। তার আন্দোলনের অন্যতম লক্ষ্য ধর্মনিরপেক্ষ অসা¤প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা সফলতা আজও পায়নি। বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে জাহানারা ইমামের নেতৃত্বে পরিচালিত আন্দোলন সত্যিকারের সফলতা লাভ করবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *