November 7, 2024
জাতীয়

দেশে এখন পর্যন্ত ওমিক্রন আক্রান্ত ৩ জন: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন পর্যন্ত তিনজন ওমিক্রন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় জাপান সরকার ৪০ লাখ ৮০০ ডোজ এবং ইউকে সরকার ৪০ লাখ ৫৫ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা হস্তান্তর করা হয়। টিকা হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘দেশে এখন পর্যন্ত তিনজন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে। আশার কথা তিনজনকেই আমরা কোয়ারেন্টিন করতে সক্ষম হয়েছি। তাদের চিকিৎসা চলছে, তারা ভালো আছে।’

মন্ত্রী এসময় করোনা মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের মানুষকে স্বাস্থ্যবিধির প্রতি লক্ষ্য রাখতে হবে। মাস্ক পরতে হবে এবং টিকা নিতে আগ্রহী হতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারব।’

তিনি বলেন, ‘ইতোমধ্যেই আমরা আমাদের মূল লক্ষ্যের ৩২ ভাগ অতিক্রম করেছি। এখন হাতে আমাদের সাড়ে চার কোটি ডোজ ভ্যাক্সিন রয়েছে। এ মাসেই সাত থেকে ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার কাজও শুরু করা হবে। কাজেই ভ্যাক্সিন প্রদানে আমরা বহু দেশের তুলনায় ভালো অবস্থায় রয়েছি। করোনায় এই মুহূর্তে আক্রান্ত ও মৃত্যুহার উভয়ই নিয়ন্ত্রণে রয়েছে।’

জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি এবং যুক্তরাজ্য সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন নিজ নিজ দেশের পক্ষে টিকা হস্তান্তর করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *