October 8, 2024
জাতীয়

দেশের মাটিতে ‘সোনার তরী’

দক্ষিণাঞ্চল ডেস্ক

দেশের মাটিতে নামলো জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৯ সিরিজের নতুন ড্রিমলাইনার সোনার তরী। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি। বিষয়টি নিশ্চিত করে বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) তাসনিম আকতার বলেন, বিমানবন্দরে নতুন ড্রিমলাইনারকে স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে সোনার তরী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। প্রায় ১৩ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে টানা ১৫ ঘণ্টা উড়ে ঢাকায় পৌঁছালো সোনার তরী।

বিমানের বহরে বর্তমানে উড়োজাহাজ রয়েছে ১৬টি। এর মধ্যে নিজস্ব উড়োজাহাজের সংখ্যা ১০। বাকি ৬টি লিজে আনা। নিজস্ব ১০টি উড়োজাহাজের সবই বোয়িং কোম্পানি থেকে কেনা। এর মধ্যে ৪টি ড্রিমলাইনার ৭৮৭-৮, ৪টি ৭৭৭-৩০০ ইআর ও ২টি ৭৩৭-৮০০। নতুন দুটি ৭৮৭-৯ উড়োজাহাজ নিয়ে বিমানের উড়োজাহাজ হবে ১৮টি। আগামী বছর কানাডা থেকে কেনা ৩টি ড্যাশ-৮ দেশে আসছে।

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *