April 16, 2024
আঞ্চলিক

দেশকে স্বাধীন করতেই মুজিবনগর সরকার গঠন করা হয় : সিটি মেয়র

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মুজিব নগর সরকার গঠন হয়েছিলো বলেই মাত্র নয় মাসে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব হয়েছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুজিব নগর সরকার গঠন করা হয়েছিলো। বঙ্গবন্ধু’র স্বপ্নই ছিলো বাংলাদেশ স্বাধীন করা। সে মোতাবেক মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলকে আশ্রয় দিয়ে তাদের সব ধরনের সাপোর্ট এবং বহির্বিশ্বের সমর্থন আদায় করা। বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়ন এবং তৎকালীন সাড়ে ৭ কোটি বাঙালির অধিকার ফিরিয়ে আনতেই মুজিব নগর সরকার গঠন করা হয়। তিনি বলেন, এই ঐতিহাসিক দিনটি আজকের প্রজন্মের কাছে সঠিক ভাবে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। আসুন আমরা সবাই দেশ ও জাতির স্বার্থে আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরি।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে মুজিব নগর সরকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, জামাল উদ্দিন বাচ্চু, জোবায়ের আহমেদ খান জবা, রফিকুর রহমান রিপন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কাউন্সিলর কনিকা সাহা, সমীর কৃষ্ণ হীরা, এস এম শামছুদ্দিন আহমেদ শ্যাম, একেএম শাজাহান কচি, শাহ মো. জাকিউর রহমান, শফিকুর রহমান পলাশ, ফয়েজুল ইসলাম টিটো, এ্যাড. আহসান হাবীব, এ্যাড. জহিরুল ইসলাম পলাশ, ইসমাইল গাজী, মনিরুল ইসলাম সোহাগ, ইমরুল কায়েস, মাহমুদুর রহমান রাজেস, কামরুল ইসলাম, হায়দার আলী, মো. ডলার, মো. সিনহা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *