March 17, 2025
আঞ্চলিক

দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের ১০ম ব্যাচের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বেসিক আইসিটি প্রশিক্ষণের ১০ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মফিজুর রহমান, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, খুলনা।

অনুষ্ঠানে প্রশিক্ষণ থেকে যেসকল সুযোগ সুবিধা, সম্ভাবনা রয়েছে প্রশিক্ষণার্থীদের জন্য সেসব বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রকল্পের প্রশিক্ষক শিবলী আবেদীন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রশিক্ষক সোহেল রানা। উক্ত প্রশিক্ষণটিতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ২০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *