December 8, 2024
আঞ্চলিক

দুর্নীতি : খুলনায় আফজালের দুটি প্লট দুদকের ক্রোক

 

দ: প্রতিবেদক

ঢাকার পর এবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাব রক্ষক আফজাল হোসেনের খুলনার দুটি প্লট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মুজগুন্নী আবাসিক এলাকার ৬৫১ ও ৬৫২ নম্বর প্লট দুটি ক্রোক করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় দুদকের কর্মকর্তারা। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, ঢাকা থেকে আফজাল হোসেনের দুটি প্লট ক্রোকের নির্দেশ আসার পর তারা অভিযান শুরু করেন। তারা জানতে পারেন খালিশপুর মৌজার মুজগুন্নী আবাসিকে আফজাল হোসেনের ৫ কাঠা ও ৩ কাঠার দুটি প্লট রয়েছে। যার বর্তমান মূল্য কোটি টাকার ওপরে। প্লট দুটি বর্তমানে ফাঁকা পড়ে আছে। সেখানে মাল ক্রোকের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ রাজধানীর উত্তরায় আফজাল হোসেনের ৫ তলা ও ৬ তলা দুটি বাড়ি ক্রোক করে দুর্নীতি দমন কমিশন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *