দুর্নীতির দায়ে ইরানের প্রেসিডেন্টের ভাইয়ের ৫
বছরের দণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
দুর্নীতির মামলায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাইকে পাঁচ
বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল মঙ্গলবার ইরানের
বিচার বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে হোসেন ফেরেদুনকে এই দণ্ড
দেওয়ার কথা জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ।
গত মে মাসে এই মামলায় ফেরেদুনকে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করে
আদালত। তবে সে সময় দণ্ড সম্পর্কে স্পষ্ট করা হয়নি। দুর্নীতির এই
মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করে আসছে
প্রেসিডেন্ট রুহানির সমর্থকরা।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের মুখপাত্র গোলাম
হোসেন ইসমাইল বলেছেন, ফেরেদুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
তিনি আরেক মামলায়ও বিচারের মুখোমুখি হতে পারেন। তবে ওই মামলার
বিষয়ে বিস্তারিত বলেননি ওই মুখপাত্র।