দুর্ঘটনার ১২ দিন পর আহত চবি ছাত্রীর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত চৌধুরী নিশাত ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নুসরাত গত ২১ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসার সময় ভাটিয়ারি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন নুসরাত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। তিনি বলেন, অস্ত্রোপচার শেষে প্রথমে নুসরাতকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। দুই দিন আগে তাকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
অধ্যাপক সুকান্ত বলেন, নুসরাতের অকালমৃত্যু খুবই দুঃখজনক। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। বিভাগ ও তার বন্ধুরা তাকে যতটুকু পারে সাহায্যে করছিল। বৃহৎ কোনো উদ্যোগ না থাকায় তার উন্নত চিকিৎসা করা যায়নি।