April 19, 2024
জাতীয়

দুদকের সুপারিশে ২৩ স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর বদলি

দক্ষিণাঞ্চল ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত ২৩ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন জায়গায় বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্য অধিদফতরের ঢাকা কার্যালয়ের। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খানের সাক্ষাতের পর এ সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে দুদক থেকে এই ২৩ কর্মকর্তা-কর্মচারীকে বদলির জন্য চিঠি দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি প্রতিরোধে দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান সচিবালয়ে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে ২৫ দফার একটি সুপারিশ হস্তান্তর করেন। এ সুপারিশে স্বাস্থ্যের ১১টি দুর্নীতির খাতও উলে­খ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *