January 20, 2025
আঞ্চলিক

দিঘলিয়ায় ৭ম শ্রেণির ছাত্রী গণধর্ষণের শিকার : আটক ১

দ. প্রতিবেদক

দিঘলিয়া উপজেলার সেনহাটির চন্দনীমহল এলাকায় ৭ম শ্রেণির স্কুল ছাত্রী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে শাহীন (৩০) নামের একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দিঘলিয়ার ওসি (তদন্ত) রিপন সরকার। পালাতক রয়েছে অপর দুই অভিযুক্ত শরিফুল (৩০) ও কাজল (২৮)। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং ৪।

ভুক্তভোগী সূত্রে জানানো হয়, একই বাড়িতে পাশাপাশি ভাড়া থাকতো অভিযুক্ত শরিফুল ও মেয়েটি। এই সুযোগে গত ১৪ ফেব্রæয়ারি মেয়েটিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে শরিফুলের নিজের বাড়িতে শাহীন ও কাজলকে নিয়ে রাতভর মেয়েটিকে ধর্ষণ করে। পরের দুইদিন বিভিন্ন থানায় থানায় ঘুরে গতকাল সোমবার সকালে দিঘলিয়া থানায় যায় মেয়েটির পরিবার। পরে মেয়ের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে শাহীন (৩০) কে আটক করে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) রিপন সরকার বলেন, ১৪ ফেব্রæয়ারি মেয়েটিকে তিনজন যুবক ধর্ষণ করেছে এমন অভিযোগ করা হয়েছে ভুক্তভোগী স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে শাহীন (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *