দিঘলিয়ায় গ্রাহক সেবায় পলী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার বিকেল ৪টার দিকে নন্দন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে খুলনা পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ওয়াহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, সিনিয়র জেনারেল ম্যানেজার (খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি) প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড খুলনা) মোঃ আজিজুস সালাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এজিএম কুমুদ রঞ্জন দেবনাথ, এজিএম (সদস্য সেবা) মোঃ তারেক বিন আব্দুল মান্নান। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে ৮ম শ্রেণির ছাত্রী রতœা আক্তার বলেন, তারা বিদ্যুত সেবা পেয়ে অত্যন্ত খুশি। তারা বিদ্যুত সেবা পেয়ে এখন রাইস কুকারে ভাত রান্না, নিয়মিত লেখাপড়া করাসহ সকল প্রকার সেবা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। অমলা বিশ্বাস নামে এক গৃহীণি বলেন, বিদ্যুৎের সেবা পেয়ে সে রাতের বেলায় সেলাই মেশিন, রান্না বান্না ইত্যাদি কাজে আত্মনিয়োগ করে স্বাবলম্বী হয়েছেন। উঠান বৈঠক চলাকালীন ১৯জনকে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়।