দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক এক মানবাধিকার গ্রুপের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) রাতে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলায় সাত যোদ্ধা নিহত হয়েছেন। এরমধ্যে চারজন ইরানি বিপ্লবী গার্ডের সদস্য ও অপর তিনজন সিরীয় সেনা।
এদিকে সিরীয় সেনাবাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’য় জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১.৪৫ মিনিটে দামেস্কে ক্ষেপনাস্ত্র হামলা করা হয়। সানা’র সংবাদে জানানো হয়, ক্ষেপনাস্ত্রগুলো লক্ষ্যে পৌছার পূর্বেই এগুলোকে প্রতিহত করা হয়েছে। হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।