May 8, 2024
আঞ্চলিক

দাকোপের বটবুনিয়া মোটর চালক সমিতিতে প্রতিপক্ষের হামলা

 

দাকোপ প্রতিনিধি

দাকোপে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে প্রতিপক্ষ কর্তৃক হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা যায় যাত্রী পরিবহনকে কেন্দ্র করে দাকোপের মোজামনগর মোটর সাইকেল চালক সমিতির সদস্যদের সংঘবদ্ধ হামলায় বটবুনিয়া মোটর চালক সমিতির সদস্যরা আহত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বটবুনিয়া ইজি বাইক ষ্ট্যান্ডে সিরিয়ল নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করছিল বটবুনিয়া মোটর সাইকেল চালক সমিতির প্রতিনিধি হিমাদ্রী। এ সময় মোজামনগর সমিতির জনৈক গাড়ী চালক জাকির মোল্যা নিয়ম বহিঃভ’তভাবে হিমাদ্রীর বাঁধা উপেক্ষা করে সেখান থেকে যাত্রী উঠাতে যায়। এমন অভিযোগের ভিত্তিতে বটবুনিয়া সমিতির সভাপতি কামরুল গাজীর নেতৃত্বে কয়েকজন গিয়ে তার সাথে কথা কাটাকাটির মাধ্যমে জাকিরকে যাত্রী গ্রহন থেকে বিরত করে ফিরে আসে। ঘন্টা খানেক বাদে জাকির মোজামনগর সমিতির আজিজ, কামাল, তোফাজ্জেল, তফসীর, ইয়াসীন, বেল্লালের নেতৃত্বে ২০/২২ টি গাড়ী যোগে সংঘবদ্ধভাবে বটবুনিয়া সমিতিতে এসে হামলা করে। এ সময় হামলাকারীরা ২০ টি প্লাষ্টিকের চেয়ার, ১ টি টেবিল ভাংচুর করে পাশের নদীতে ফেলে দেয়। এছাড়া সমিতির ক্যাশবক্স এবং প্রয়োজনীয় খাতাপত্র লুট করে নিয়ে যায়। তাদের হামলায় বটবুনিয়া সমিতির হাসান, আজিজুল, রসুল, কামরুলসহ কয়েকজন গুরুত্বর আহত হয়। এ ঘটনায় ক্যাশে থাকা ৫/৬ হাজার টাকা লুটে নেওয়াসহ আনুমানিক ২৫/২৬ হাজার মালামাল ক্ষতিসাধন করা হয়েছে। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কামিনীবাসিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এ এস আই সৈয়দ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে যায়। তারা বিস্তারিত তথ্যসহ ভাংচুরের আলামত সংগ্রহ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। এ ঘটনায় বটবুনিয়া সমিতির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *