September 15, 2024
আঞ্চলিক

দরিদ্র শিক্ষার্থীদের মাঝে লোকচেতনার বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

খবর বিজ্ঞপ্তি

গতকাল  শনিবার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টিকারী স্বেচ্ছাসেবী সংগঠন লোকচেতনার উদ্যোগে নগরীর শের এ বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে খাতা, কলম ও পেন্সিল তুলেদেন লোকচেতনার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ ইলিয়াস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসির সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, লোকচেতনার সদস্য এ্যাড. আমিনুল ইসলাম মিঠু, মোঃ আজিজুল ইসলাম জুলহান, ওয়াহিদুজ্জামান লিটন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেশমা পারভীন, সুলতানা জাহান, মোঃ খালিদ হোসেন, শেখ মনিরুদ্দিন, জাকিয়া তাবাসসুম, শ্রবনী সোহেল এবং সৈয়দা তানজিলা বাসিরসহ অভিভাবকবৃন্দ। উল্লেখ্য যে, পশ্চিম বানিয়াখামার এলাকার ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই বিনামূল্যে শিক্ষা উপরকত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে, গত ২০ জুলাই ২০১৯ খ্রি. তারিখে বানিয়াখামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *