October 4, 2024
আঞ্চলিক

দখিনা পদক-২০১৯ পাচ্ছেন ১০ জন

খবর বিজ্ঞপ্তি

দখিনা’র পদক প্রদান মনোনয়ন বোর্ড-এর এক সভা গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় রকি ডকইয়ার্ড, কাস্টম ঘাট, খুলনায় অনুষ্ঠিত হয়। দখিনা’র পদক মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও দখিনার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহিদুরজ্জামান খান পল্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দখিনা’র সভাপতি এড. হেমন্ত সরকার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব গাজী অহিদুজ্জামান খোকন, প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল, আলহাজ্ব জাহিদ হাবিব, জি এম ইউনুস আলী, গাজী আখতার হোসেন, অর্থ সম্পাদক এ্যাড. প্রবীর কুমার বিশ্বাস, এস এম নাজমুল হক খোকন প্রমুখ।

দখিনা জনপদের কৃতিসন্তানদের বিভিন্ন কর্মকাÐের উপর ভিত্তি করে ৭টি ক্যাটাগরিতে ১০ জনকে দখিনা পদক-২০১৯ প্রদানের জন্য মনোনয়ন করা হয়। আগামী ২২ ফেব্রæয়ারী ২০২০ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বসতবাড়ি সাগরদাড়িতে উক্ত পদক প্রদাননের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *